‘তোমরা ভালো কইরা বাজাও গো দোতারা,
সুন্দরী কমলা নাচে!’
এ গানের লাইন দুটি শোনেন নি, বঙ্গদেশে এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। লোকসঙ্গীত, কাহিনী কাব্য কিংবা পৌরাণিক কাহিনীতেও বারবার উল্লেখ পাওয়া গেছে কমলা সুন্দরীর। কমলা সুন্দরী কি শুধুই লোকমুখে চলে আসা মিথ? নাকি ঐতিহাসিক কোনো চরিত্র?