বাংলা ভাষায় সর্ববৃহৎ কন্টেন্ট বিপ্লবের অংশ হোন আপনিও
রোর বাংলার যাত্রা শুরু হয়েছিল এমন সব গল্প বলার জন্য, যেগুলো জীবনের কথা বলে, স্বপ্নের কথা বলে, ভেঙে পড়ার গল্প বলে, আবার উঠে দাঁড়ানোর গল্প বলে। রোর ইতিহাসের গল্প শোনায়, বর্তমানের বিশ্লেষণ করে, ভবিষ্যতের স্বপ্ন দেখায়। রোর বাংলা এবার পাঠকদের জন্য গল্প শুনতে চায়, পাঠকদের গল্প শুনতে চায়। লিখুন মন খুলে, আপনার গল্প পৌঁছে যাক দুই বাংলার পাঠকসমাজের কাছে!
কেন আপনি রোর বাংলায় লিখবেন?
জ্ঞানের রাজ্যে ভ্রমণ
জ্ঞানের রাজ্যে ভ্রমণ
ঝড় উঠুক কীবোর্ডে
আপনি লিখবেন, কেননা আপনি লিখতে ভালোবাসেন। আপনি লিখবেন, কেননা সৃষ্টিশীলতা আপনার মননকে উজ্জীবিত রাখে, আপনাকে মানসিকভাবে উদ্বুদ্ধ করে। প্রচুর পড়ুন, নতুন কিছু তুলে ধরুন পাঠকদের কাছে, কিংবা নতুন কোনো আইডিয়া দিয়ে বদলে দিন পাঠকের মনস্তত্ত্ব। কীবোর্ডে ঝড় তুলুন, লাখো পাঠকের কাছে পৌঁছে দিন আপনার যত লেখা।
স্বীকৃতি অর্জন
আপনি লিখবেন, কেননা আপনি প্রমাণ করতে চান যে আপনিই সেরা। আপনি চান যথাযথ সম্মান, আপনি চান স্বীকৃতি। রোর আপনার মনের কথা বুঝতে পারে। আর তাই আপনার স্বীকৃতি আমাদের জন্যও বিশাল এক অর্জন। উত্তরোত্তর নিজেকে ছাড়িয়ে যাওয়ার জন্য একসাথে পথচলা যেমন চলবে, চলবে নিজেই নিজেকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার কাজটাও। আপনি নিজেকে দিনে দিনে শাণিত করে তুলবেন, আর রোর বাংলার আয়োজিত জমজমাট সব ক্যাম্পেইনে অংশগ্রহণ করে নিজের মুকুটে যোগ করবেন একের পর এক পালক।
হয়ে উঠুন একজন আইকন
আপনি লিখবেন, কেননা আপনি হতে চান একজন প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব। আপনি হতে চান এমন কেউ, যার মতামত মানুষ গুরুত্ব দিয়ে শোনে, গুরুত্ব দিয়ে পড়ে, অনুসরণ করে। আপনি হতে চান এমন কেউ, যিনি নিমিষেই বদলে দিতে পারেন মানুষের মনস্তাত্ত্বিক জগৎটাকে। আপনি হতে চান অনুসরণীয় এক ব্যক্তিত্ব, যাকে সবাই চিনবে এক নামে। একটা গুগল সার্চেই আপনার নামটা উঠে আসবে সবার উপরে। আপনার লেখা পড়বে সবাই, সেই লেখা মানুষকে জানাবে, মানুষকে ভাবাবে, মানুষকে উদ্বুদ্ধ করবে। আপনার নামই হয়ে উঠবে আপনার সবচেয়ে বড় সাহস, আপনার লেখনীই হয়ে উঠবে আপনার সবচেয়ে বড় শক্তি, আপনার চিন্তাশক্তিই হয়ে উঠবে আপনার সামর্থ্যের পরিচায়ক
সুবিশাল পাঠক কমিউনিটি
আপনি লিখবেন, কেননা পাঠকেরা আপনার লেখা পড়বে, আপনার লেখনীর প্রশংসা করবে, আপনার লেখার সঙ্গে প্রাসঙ্গিক আলোচনা-সমালোচনা করবে। সব থেকে বড় কথা, আপনার লেখার জন্যই অপেক্ষা করবে দুই বাংলার অজস্র গুণমুগ্ধ পাঠক। বাংলা ভাষায় অন্যতম সমৃদ্ধশালী এক জ্ঞানের রাজ্যে আপনিও হতে পারেন গর্বিত একজন অংশীদার।
FAQ
আমি কি আমার কন্ট্রিবিউশনের জন্য কোনো সম্মানী পাব?
প্রকাশিত সকল লেখার জন্য সম্মানী নির্ধারণ করবে রোর বাংলা সম্পাদনা পর্ষদ। লেখার গুণগত মান, লেখকের নিয়মিত কাজ ও পাঠকপ্রিয়তা বিবেচনা করে সম্মানী নির্ধারিত হবে এবং সম্পাদনা পর্ষদ লেখকের সাথে যোগাযোগ করে এই বিষয়ে জানিয়ে দেবেন। কেবলমাত্র সম্পাদনা পর্ষদের অনুমোদন পেলেই কোনো লেখার জন্য সম্মানী দেওয়া হবে, অন্যথায় নয়।
কোন কোন বিষয়ে লেখা জমা দেয়া যাবে?
আপনি ইতিহাস, ক্রীড়া, বিজ্ঞান ও প্রযুক্তি, আকর্ষণীয় স্থানীয় এবং আন্তর্জাতিক ঘটনা, জীবনধারা, পপ সংস্কৃতি, ভ্রমণ, বিশেষজ্ঞ মতামত এবং আরও অনেক কিছু সম্পর্কে আমাদের প্ল্যাটফর্মে লিখতে পারেন।
লেখা কি ইমেইলের মাধ্যমে জমা দেয়া যাবে?
না, রোর বাংলায় লেখা জমা দিতে কেবলমাত্র আমাদের কন্ট্রিবিউটর প্লাটফর্মই ব্যবহার করতে হবে, যার লিংক: https://roar.media/contribute
একটি লেখা জমা দেয়ার পর আপডেট পেতে কতদিন অপেক্ষা করতে হবে?
লেখা জমা দেয়ার ১৪ দিনের ভেতরেই আপনি আপনার লেখার ব্যাপারে আমাদের সিদ্ধান্ত (প্রকাশিত/প্রকাশ করা সম্ভব নয়/সংশোধন দরকার) জানতে পারবেন।